Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতিমখানা

 

শেরপুর উপজেলা/পৌরসভায় অবস্থিত এতিমখানার তালিকা

শেরপুর উপজেলাতে বেশ কিছু সংখ্যক এতিমখানা রয়েছে। যে এতিমখানাগুলো থেকে দুস্থ ও অসহায় এতিম বাচ্চাদের থাকা খাওয়াসহ সুশিক্ষা এবং চিকিৎসার যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এতিমখানাগুলো বেশিরভাগই শেরপুর পৌরসভার ভেতরেই অবস্থিত। বেশ কিছু এতিমখানা ইউনিয়ন পর্যায়ে অবস্থিত। এতিমখানাগুলোর মধ্যে মসজিদ এবং মাদ্রাসাভিত্তিক এতিমখানা উল্লেখযোগ্য। এই এতিম খানা গুলোর মধ্যে উলিপুর জামে মসজিদ এতিমখানা এবং পার্ক আহলে হাদিস এতিমখানা উল্লেথযোগ্য। এই এতিমখানা গুলোতে এতিম বাচ্চাদের জন্য সুন্দর আবাসন ব্যবস্থাসহ অনেকরকম সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। এতিম বাচ্চাদের শারিরিক এবং মানষিক বিকাশের জন্য এই এতিমখানাগুলোতে বিভিন্নরকম কার্যক্রম গ্রহন করা হয়ে থাকে।

 

নিচে শেরপুর উপজেলার পৌর এলাকায় অবস্থিত এতিম খানা গুলোর একটি তালিকা দেওয়া হলো...

১। উলিপুর জামে মসজিদ এতিমখানা,শেরপুর,বগুড়া।

২। পার্ক আহলে হাদিস জামে মসজিদ এতিমখানা,শেরপুর,বগুড়া।

৩। দুবলাগাড়ী কবরস্থান এতিমখানা,শেরপুর,বগুড়া।

৪। শেরপুর সকাল বাজার এতিমখানা,শেরপুর,বগুড়া।