Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

২০১৯-২০২০ অর্থ বছরের বার্ষিক উদ্ভাবনী কর্মপরিকল্পনা

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়

শেরপুর, বগুড়া।

(sherpur.bogra.gov.bd)

উপজেলা ইনোভেশন টিম:

 

          ইনোভেশন কার্যক্রমকে বাস্তবায়নেরলক্ষ্যে শেরপুর উপজেলায় ইনোভেশন টিম গঠন করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান করে অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে বাংলাদেশ গেজেট এর অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত ২১৪৯ নং প্রজ্ঞাপনের আলোকে উপজেলা পর্যায়ে ইনোভেশন টিম গঠন করা হয়েছে। প্রতি মাসে উপজেলা ইনোভেশন টিমের সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা ইনোভেশন টিমের তত্বাবধানে ইনোভেশন উদ্যোগের গৃহীতপাইলট প্রকল্পের বিবরণীঃ

ক্রমিকনং

উদ্যোগ গ্রহণকারী

কর্মকর্তারনামওপদবী

ইনোভেশনেরনাম

বর্তমানঅবস্থা

০১.

জনাব এ.কে. এম. সরোয়ার জাহান

উপজেলা নির্বাহী অফিসার

শেরপুর, বগুড়া।

১. উপজেলায় প্রতেক কর্মকর্তা ও কর্মচারীর অফিসে প্রবেশ ও বাহিরের সময় ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে উপস্থিতিনিশিচত করা।

২. কেন্দ্রীয় ইউনিটের মাধ্যমে উপজেলার সরকারি দপ্তর সমূহের তথ্য প্রদান

৩. উপজেলাফ্রন্টডেস্কস্থাপনওইউনিয়নডিজিটালসেন্টারএরসাথেলিংকেরমাধ্যমেসেবাপ্রাপ্তিসহজীকরণ

৪. ইউনিয়ন ভিত্তিক বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন

পাইলট  বাস্তবায়নাধীন

০২.

জনাব মো. ফিরুজুল ইসলাম

সহকারি কমিশনার (ভূমি)

শেরপুর, বগুড়া।

১. উপজেলা ভূমি অফিসের জনগণের উদ্দেশ্য হেল্পডেক্স স্থাপন।

২. উপজেলা ভূমি অফিসের সিটিজেন চার্টার স্থাপন।

৩. খতিয়ান রাখার জন্য লকারের ব্যবস্থা।

৪. স্ববিন্যাস্থ ভাবে রেকর্ড রুম সাজানো।

৫. বিভিন্ন স্লোগানে ভূমি সেবা সংক্রান্ত লিপলেট স্থাপন।

৬. ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন প্যানা স্থাপন।

৭. দর্শনার্থীদের বসার জন্য আলাদা রুম এর ব্যবস্থা।

৮. দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানির ফিল্টারের ব্যবস্থা।

৯. ভূমি সেবার স্লোগানে নিজস্ব চিঠির খাম তৈরী।

১০. উপজেলাভূমি অফিসের নিজস্ব নামে ওয়েব সাইড তৈরী।

১১. মিনি লাইব্রেরী স্থাপন।

১২. আলাদা করে রাজস্ব আদালত স্থাপন।

পাইলট বাস্তবায়নাধীন

০৩.

 

জনাব মো. মিজানুর রহমান খান

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

শেরপুর, বগুড়া

১.উচ্চমাধ্যমিকপর্যায়েপ্রকৃতদরিদ্রশিক্ষার্থীদেরউপবৃত্তিতালিকাভূক্তকরণ

২.উপজেলাপর্যায়ে২টিশিক্ষাপ্রতিষ্ঠানেশিক্ষার্থীরশতভাগউপস্থিতিনিশ্চিতকরণ

৩.ই-মেইলওফেসবুকেরমাধ্যমেপ্রতিষ্ঠান প্রধানকে  তাৎক্ষনিকসেবাপ্রদান

৪.SMS এরমাধ্যমেপ্রতিষ্ঠান প্রধানকেঅগ্রগতিজানানো

পাইলট  বাস্তবায়নাধীন

০৪.

জনাবমো. আব্দুল কাইয়ুম

উপজেলা শিক্ষা অফিসার

শেরপুর, বগুড়া।

১. উপজেলার পাঁচটি প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ।

পাইলট বাস্তবায়নাধীন

০৫.

জনাব ডা: এ.কে. এম. আনোয়ারুল হক

উপজেলা প্রাণিসম্পদ অফিসার

শেরপুর, বগুড়া। 

১. টীকাপ্রদানওপ্রয়োগকাজসহজীকরণ

২. ইউনিয়ন পর্যায়ে ভলান্টিয়ার টিম গঠন ও যেকোন সেবা জনগণের দ্বারগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা করা।

পাইলট  বাস্তবায়নাধীন

০৬.

জনাব মো. রিয়াদুল হক

উপজেলা একাডেমিক সুপারভাইজার

শেরপুর, বগুড়া।

১. দশটি প্রতিষ্ঠানের একাডেমিক সুপারভিশন ভিডিও কনফারেন্সের (স্কাইপে, ভাইবার) মাধ্যমে করা

২. উপজেলার সকল প্রতিষ্ঠানের একটা শক্তিশালী ডাটাবেজ তৈরি করা।

৩. সদ্য গঠিত স্টুডেন্ট ক্যাবিনেটকে সিটিজেনশীপ এডুকেশনের আওতায় নিয়ে আসা

পাইলট বাস্তবায়নাধীন

০৭.

জনাব সুবীর কুমার পাল

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

শেরপুর, বগুড়া।

১. ইউনিয়ন পর্যায়ে একটা করে শক্তিশালী ভলান্টিয়ার টিম গঠন করা যারা সমাজের নারীদের বিভিন্ন বৈষম্যের  যেমন বাল্যবিবাহ, ফতোয়া ইত্যাদির বিপক্ষে কাজ করবে।

পাইলট  বাস্তবায়নাধীন

০৮.

জনাব মো. ফেরদৌস রহমান

উপজেলা সমবায় অফিসার

শেরপুর, বগুড়া।

১. সমিতির নিবন্ধন কার্যক্রম সহজীকরণ ও জনগণের কাছে স্বচ্ছতার ভিত্তিতে সেবা প্রদান

পাইলট বাস্তবায়নাধীন

০৯.

জনাব বিজয় চন্দ্র দাস

উপজেলা যুব উন্নয়ন অফিসার

শেরপুর, বগুড়া।

১. যুব ঋণ সহজীকরণ

পাইলট বাস্তবায়নাধীন

           

(এ.কে.এম সরোয়ার জাহান)

উপজেলা নির্বাহী অফিসার

চীফ ইনোভেশনঅফিসার

শেরপুর,বগুড়া।